ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বলিউডে যে কারণে যৌন হেনস্তার বিরুদ্ধে আন্দোলন নেই

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বলিউডে যে কারণে যৌন হেনস্তার বিরুদ্ধে আন্দোলন নেই

হুমা কুরেশি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী হুমা কুরেশির বিশ্বাস, ‘হ্যাশট্যাগ মি টু’ ক্যাম্পেইন হলিউডে সফল হয়েছে কারণ সেখানে অনেক সিনিয়র অভিনেত্রী এগিয়ে এসেছেন তাদের যৌন হয়রানির গল্প নিয়ে, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে এ ধরনের পদক্ষেপ ছিল না।’

‘হ্যাশট্যাগ মি টু’ ক্যাম্পেইনটি গত বছরের শেষের দিক থেকে হলিউডে একটি আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়ে এবং শীর্ষ অভিনেত্রীরা যেমন গিনেথ প্যালট্রো, সালমা হায়েক এবং অ্যাঞ্জেলিনা জোলি সিনে ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়টি সামনে আনেন।

বিপরীতে, বলিউডে হাতেগোনা কিছু তারকা ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির বিষয়ে মুখ খুলেছেন এবং তা অভিযুক্তদের নাম প্রকাশ ছাড়াই।

বলিউডে এ আন্দোলন না হওয়াটা হতাশাজনক কিনা জানতে চাইলে সংবাদ সংস্থা পিটিআইকে হুমা বলেন, ‘এ আন্দোলন এখানে ঘটতে যাচ্ছে না। এটি হলিউডে সফল হয়েছে কারণ অনেক সিনিয়র এবং সম্মানিত অভিনেত্রী এ বিষয়ে কথা বলেছেন। যা ‘হ্যাশট্যাগ মি টু’র অংশ হতে অনেককে সাহস যুগিয়েছে। আমি সত্যিই আশা করি এবং কামনা করি এটি ভারতে ঘটার। কিন্তু আমি মনে করি এই ক্যাম্পেইন শুধু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, এটা জীবনের সবক্ষেত্রে ঘটতে হবে।’

হুমা বলেন, নারীরা নিপীড়ন বা নির্যাতন সম্পর্কে মুখ বন্ধ রাখেন নিরাপদ পরিবেশের অভাবে। তিনি মনে করেন, নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির জন্য পর্দার চিত্রায়ন অথবা নারীর ক্ষমতায়ন সহ অনেকগুলো দায়বদ্ধতা রয়েছে।

এ অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্রে নারীদের প্রতিনিধিত্ব আমাদের দেখতে হবে। আমরা তাদের দিকে কিভাবে তাকিয়ে আছি। এরপর, অবশ্যই অল্পবয়সি মেয়েদের জন্য ভালো রোল মডেল, যারা অধঃপতনের পরিবর্তে তাদের ক্ষমতায়ন করবে। এখানে ৩৬০ ডিগ্রি প্রচেষ্টার বিষয় আছে। এটা বাড়ি থেকে শুরু হতে হবে। মেয়েদেরকে ছেলেদের সমান ভাবতে হবে। যদি কোনো মেয়ে এসে জানায় যে সে হয়রানি বা নির্যাতনের শিকার হয়েছে, তাহলে এর জন্য তার চরিত্রের দোষ খোঁজা শুরু করা উচিত নয় অথবা বিস্তারিত জানতে অতীত জ্ঞিজ্ঞাসা করা উচিত নয়। এগুলো আমাদের মনে রাখা উচিত।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৮/ফিরোজ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়