ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিরাপদ ক্যাম্পাস চেয়ে ঢাবিতে বিক্ষোভ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপদ ক্যাম্পাস চেয়ে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি এবং নিরাপদ ক্যাম্পাস চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছেন ছাত্রীরা।

বৃহস্পতিবার দুপুরে রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা বিক্ষোভ করেন।

বিক্ষোভে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্রী মৌসুমী বলেন, আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। পাশাপাশি যৌক্তিক আন্দোলনে আটকদের মুক্তি চাই।

রোকেয়া হলের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে সমাবেশে মিলিত হয়।

এর আগে ছাত্রীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করতে চাইলে, ছাত্রলীগের কর্মীরা ছাত্রীদের পাশে অবস্থান করেন। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরে যান রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের মেয়েরা।




রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৮/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়