ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেইমার যেসব ক্ষেত্রে সবাইকে পেছনে ফেলেছেন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমার যেসব ক্ষেত্রে সবাইকে পেছনে ফেলেছেন

ক্রীড়া ডেস্ক : ব্রাজিলের হেক্সা মিশন কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে। বেলজিয়ামের বিপক্ষে ভালো খেলেও সুযোগ কাজে লাগাতে না পারায় বিদায় নিয়েছে তারা। এবারের বিশ্বকাপে নেইমারের ডাইভ ও প্রতিপক্ষের ট্যাকেলে অতিরঞ্জিত আচরণ তার পারফরম্যান্সকেও ছাপিয়ে গেছে। তার এমন অভিনয়ে রীতিমতো বিরক্ত ফুটবলবোদ্ধা ও সমালোচকরা।

এবারের বিশ্বকাপে তার এই অতিরঞ্জিত আচরণটুকু বাদ দিলে দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তিনি বিশ্বকাপে অংশ নেওয়া ১৫৯ জন ফরোয়ার্ডের চেয়ে অনেক দিক দিয়েই এগিয়ে আছেন।

চলুন দেখে নেওয়া যাক যেসব দিক দিয়ে নেইমার অন্যদের চেয়ে এগিয়ে আছেন :

** বক্সের মধ্যে সবচেয়ে বেশি পাস সম্পন্ন করেছেন নেইমার। পাঁচ ম্যাচে ডি বক্সের মধ্যে তিনি ২৮টি পাস দিয়েছেন।

** এবারের বিশ্বকাপে তিনি ১৬টি কিলার পাস দিয়েছেন যা যেকোনো খেলোয়াড়ের চেয়ে সবচেয়ে বেশি।

** বক্সের মধ্যে সবচেয়ে বেশি বল স্পর্শ করেছেন তিনি। ৫৯ বার।

** বল প্রোগ্রেসনেও তিনি সবচেয়ে এগিয়ে। এবারের বিশ্বকাপে তার অন বল প্রোগ্রেসন অ্যাডেড, ১.৯৯।

** এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৬ বার ফাউলের শিকার হয়েছেন নেইমার।

** এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি শট নিয়েছেন নেইমার, ২৭টি। তার মধ্যে ১৩টি ছিল অন টার্গেটে। ৫টি অফ টার্গেটে। ৯টি শট গোলরক্ষক ধরে ফেলেছেন।

এ ছাড়াও :
** বিশ্বকাপে নেইমারের পাসিং ভ্যালু অ্যাডেড ২.৮৭। যা এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ।

** নেইমার ১৯টি পরিপূর্ণ ড্রিবলিং করেছেন। যা এবারের বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ।






রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়