ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিজেদের ফেবারিট বললেন ছোটন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৬ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেদের ফেবারিট বললেন ছোটন

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় আসরে অংশ নিতে যাওয়ার আগে নিজেদের ফেবারিট মনে করেননি বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি ম্যাচ বাই ম্যাচ ভালো খেলতে চেয়েছিলেন। তার শিষ্যরা সেভাবেই খেলছে।

গ্রুপ পর্বে পাকিস্তান ও নেপালের পর আজ বৃহস্পতিবার সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। শনিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ভারতকে হারিয়েই প্রথম আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। তাই ফাইনালে বাংলাদেশকে ফেবারিট মনে করছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা খেলেছে। প্রথম ৩০ মিনিট উভয় দলই ভালো খেলেছে। তবে আমরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছি। আর গোল পাওয়ার পর আমাদের মেয়েরা আরো গোছালো ফুটবল খেলেছে। তাদের খেলায় আরো গতি এসেছে। তাতে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের মেয়েরা নিয়ে নেয়।’

তিনি আরো বলেন, ‘ভুটানের মেয়েরা উন্নতি করছে। তবে আজকের ম্যাচে তারা শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছে। আসলে তারা বাংলাদেশের আক্রমণের যে চাপ সেটা নিতে পারেনি। বাংলাদেশের আক্রমণের মুখে তারা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আমাদের মেয়েদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। ফাইনালে উঠতে পেরে আমরা খুশি। আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে আরো একবার শিরোপা জেতা। আমরা এখন এই টুর্নামেন্টের ফেবারিট এবং সেটা আমরা প্রমাণ করেছি।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়