ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৬২ রানেই গুটিয়ে গেল পাকিস্তান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৬২ রানেই গুটিয়ে গেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : দুই দলেরই সুপার ফোর নিশ্চিত হয়েছে আগেই। আদতে ম্যাচটা ‘ডেড রাবার’। কিন্তু লড়াইটা যখন ভারত ও পাকিস্তানের, সেখানে উত্তেজনার পারদ সব সময়ই থাকে তুঙ্গে। দুবাইয়ে এশিয়া কাপে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। 

স্কোর: পাকিস্তান ১৬২/১০ (৪৩.১ ওভার)

উইকেট পতন: ১/২ ইমাম (২), ২/৩ ফখর (০), ৩/৮৫ বাবর (৪৭), ৪/৯৬ সরফরাজ (৬), ৫/১০০ মালিক (৪৩), ৬/১১০ আসিফ (৯), ৭/১২১ শাদাব (৮), ৮/১৫৮ ফাহিম (২১), ৯/১৬০ হাসান (১), ১০/১৬২ উসমান (০), আমির ১৮*। 

পাকিস্তান তাদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। সেই  হংকংয়ের বিপক্ষেই ভারত কাল তাদের প্রথম ম্যাচ প্রায় হারতে বসেছিল। শেষ পর্যন্ত ২৬ রানের জয়ে বড় অঘটনের হাত থেকে রক্ষা পায় এশিয়া কাপের সবচেয়ে সফলতম দলটি।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই আজ খেলছে পাকিস্তান। ভারতের প্রথম ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এসেছে দুটি। অভিষেকে ৩ উইকেট নেওয়ার পরও বাদ পড়েছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ, নেই শার্দুল ঠাকুরও। এই দুজনের জায়গায় খেলছেন জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।

পাকিস্তান একাদশ: ইমাম, ফখর, বাবর, শোয়েব মালিক, সরফরাজ (অধিনায়ক), আসিফ আলী, শাদাব, ফাহিম, আমির, হাসান, উসমান খান।

ভারত একাদশ: রোহিত (অধিনায়ক), ধাওয়ান, রাইডু, ধোনি, কার্তিক, যাদব, পান্ডিয়া, ভুবনেশ্বর, বুমরাহ, চাহাল, কুলদীপ।   

 



রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ