ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আমি এখন ভিন্ন তনুশ্রী’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমি এখন ভিন্ন তনুশ্রী’

তনুশ্রী দত্ত

বিনোদন ডেস্ক : আশিক বানায়া আপনে সিনেমাখ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। সম্প্রতি বলিউডে যৌন হেনস্তা নিয়ে মুখ খুলে বেশ আলোচনায় এই অভিনেত্রী।

তনুশ্রী অভিযোগ করেন, ২০০৮ সালে হর্ন ওকে প্লিজ সিনেমার একটি গানে নানা পাটেকর তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এতে তিনি এতটাই অস্বস্তিবোধ করেছিলেন যে গানটি থেকে তাকে বেরিয়ে যেতে হয়। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন নানা পাটেকর। তনুশ্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার কথা ভাবছেন এই অভিনেতা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে তনুশ্রী দত্ত বলেন, ‘কী মামলা করবেন? ক্রিমিনাল নাকি সিভিল? তার কী আদৌ কোনো মামলা আছে? আমি সম্মান ও ক্যারিয়ার হারিয়েছি, যা কয়েক কোটি রুপির সমপরিমাণ। এর ক্ষতিপূরণ কে করবে? এটি ভিকটিমকে দমিয়ে রাখতে নানার কৌশল। এর মাধ্যমে সে আমাকে চুপ রাখতে চাইছে। ১০ বছর আগে হয়তো এ কৌশল আমার বেলায় খাটত। কিন্তু এখন আমি চুপ থাকব না।’

২০০৮ সালে এ বিষয়ে নানা পাটেকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন তনুশ্রী। তিনি বলেন, ‘আমি তার সঙ্গে লড়াইয়ের শক্তি হারিয়ে ফেলেছিলাম। সমাজের একটি বড় অংশ আমাকে দোষারোপ করেছিল। কিন্তু বিশ্বাস করুন, সময় বদলে গেছে। মানুষ এখন আমার পাশে দাঁড়াচ্ছে।’

তনুশ্রী অভিযোগ করলেও পরিচালক রাকেশ সারাং বলেছেন, যে গানটি নিয়ে অভিযোগ তোলা হয়েছে এ অভিনেত্রী আগে থেকেই জানতেন তা ডুয়েট গান। এ প্রসঙ্গে আশিক বানায়া আপনে অভিনেত্রী বলেন, ‘তাদের উল্টাপাল্টা বকতে দিন। তাদের বক্তব্য এতটাই দুর্বল যে কেউ এখন তা বিশ্বাস করবে না। তারা এখন সবাইকে তাদের আসল রূপ দেখাচ্ছে। তাদের কাছে অনেক মিথ্যা কথা রয়েছে। তাদের বক্তব্য প্রকৃত সত্য এবং আমার কথা শুধু অভিযোগ হিসেবে নেয়া ঠিক নয়।’

সংবাদমাধ্যমটিতে রাকেশ সারাং আরো বলেছেন, ‘যদি কেউ কারো সঙ্গে ফ্লার্ট করতে চায় তাহলে তার কেবিনে করবে এতগুলো মানুষের মধ্যে শুটিং সেটে নয়’। তবে এর প্রতিবাদ করে তনুশ্রী বলেন, ‘এটা ফ্লার্ট ছিল না। এটা ছিল হয়রানি। আপনারা জানেন না এর ফলাফল কী হতে চলেছে, এবার আর আগের মতো হবে না।’ 

আপনার কেন এমন মনে হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তনুশ্রী বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে বলেছেন এবং আমার বিশ্বাস আমি এখন একা এই লড়াই করতে পারব। আমি আত্মবিশ্বাসী এবং পুরো জাতি আমার সঙ্গে রয়েছে। আর আমি আগের চেয়ে বেশি শক্ত। আমি ভয় পাচ্ছি না। নিজের ভেতরে ভয় ঢুকতে দিচ্ছি না। আমি এখন ভিন্ন তনুশ্রী। আমি আগের চেয়ে পরিণত এবং বিজ্ঞ।’




রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৮/মারুফ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়