ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে মাঠে নেই বিএনপি, ফাঁকা নগর কার্যালয়

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে মাঠে নেই বিএনপি, ফাঁকা নগর কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের আগে ও পরে চট্টগ্রামে মাঠে নেই বিএনপি কিংবা তাদের কোনো অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ নসিমন ভবনে নগর বিএনপি কার্যালয় পুরোপুরি ফাঁকা। কার্যালয়েও কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে দলীয় কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

রায় ঘোষণার পরও চট্টগ্রাম মহানগর বিএনপির কোনো নেতার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, ২১ আগস্টের গ্রেনেড হামলার রায়কে ঘিরে যাতে কেউ কোনো নাশকতা ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে সতর্ক এবং কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। নগরীর প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে।

এদিকে, দলীয় কার্যালয়সহ নগরীতে বিএনপি বা তাদের অঙ্গ সংগঠনের কোনো নেতা-কর্মী মাঠে না থাকলেও নগরীর প্রতিটি মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করছে নগর আওয়ামী লীগ। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, জিইসি, ওয়াসা, দেওয়ান হাটসহ নগরীর প্রায় প্রতিটি মোড়েই আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান ও সমাবেশ করতে দেখা গেছে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ অক্টোবর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়