ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কক্সবাজারে শেষ দিনটাও খেল বৃষ্টি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারে শেষ দিনটাও খেল বৃষ্টি

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচের চতুর্থ দিন অনুসরণ করল আগের দুই দিনকে। কক্সবাজারে দ্বিতীয় ও তৃতীয় দিনের মতো আজ শেষ দিনও ভেসে গেছে বৃষ্টিতে, একটি বলও হতে পারেনি। ম্যাচটা তাই নিষ্প্রাণভাবেই ড্র হয়েছে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের এই ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমেছিল চট্টগ্রাম। আলোকস্বল্পতায় আগেভাগেই দিনের খেলা শেষ হওয়ার আগে ৮৭ ওভারে ৯ উইকেটে ২৮২ রান করে তারা। মোহাম্মদ সাইফউদ্দিন ২০ ও জুবায়ের হোসেন ৪ রানে অপরাজিত ছিলেন।

বৃষ্টিতে পরের তিন দিন আর মাঠেই নামতে পারলেন না তারা। আজ দুপুর একটায় শেষ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।



প্রথম দিনে সেঞ্চুরি করেন চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান (১০৬)। ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ৮৪ রান। অধিনায়ক মুমিনুল হক করেন ৪৩ রান।

৫৮ রানে ৩ উইকেট নেন সিলেটের শাহানুর রহমান। আবু জায়েদ রাহী ও নাবিল সামাদ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট পান খালেদ আহমেদ ও এনামুল হক জুনিয়র।




রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়