ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চালু হচ্ছে শনিবার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে ট্রেন চালু হচ্ছে শনিবার

সচিবালয় প্রতিবেদক : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের লোকজনের যাতায়াতের সুবিধার্থে ঢাকা ও পঞ্চগড়ের মধ্যে সরাসরি ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার পঞ্চগড় থেকে ছেড়ে আসার মাধ্যমে এটির চলাচল শুরু হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এই তথ্য জানিয়েছেন।

বর্তমানে ঢাকা-দিনাজপুর রুটে দ্রুতযান এবং একতা ট্রেন চলাচল করে। দিনাজপুর-পঞ্চগড় রুটের যাত্রীরা সরাসরি ঢাকায় আসার সুযোগ থেকে বঞ্চিত ছিল। দ্রুতযান এবং একতা ট্রেনের সার্ভিস বর্ধিত হয়ে পঞ্চগড় থেকে ঢাকার মধ্যে চলাচল করবে। উক্ত রুটে দুটি ট্রেন ৩টি রেক দ্বারা পরিচালিত হবে।

ট্রেন দুটি পঞ্চগড়-দিনাজপুর এর মধ্যে নতুন সময়সূচী অনুযায়ী এবং দিনাজপুর-ঢাকা এর মধ্যে পুরাতন সময়সূচী অনুযায়ী চলাচল করবে। এর ফলে দিনাজপুর-পঞ্চগড় রুটের সাটল ট্রেন বন্ধ হয়ে যাবে। এতে কোনো সাপ্তাহিক বন্ধের দিন থাকবে না।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়