ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মুজিবনগর সরকারের ১৩ কর্মচারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিবনগর সরকারের ১৩ কর্মচারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

সচিবালয় প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন মুজিবনগর সরকারের আরো ১৩ জন কর্মচারী। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মুজিবনগর সরকারের কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৯ জনে।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারীদের সরকার মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করে থাকে। সম্প্রতি এদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

স্বীকৃতি পাওয়াদের মধ্যে রংপুর বিভাগের ছয়জন, ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের দু’জন করে এবং চট্টগ্রাম বিভাগের একজন।

রংপুর বিভাগের কোতোয়ালী থানার নতুন পাড়ার পরিমল চন্দ্র বর্মন, চেকপোস্ট আর কে রোডের মো. আবুল ফজল বসুনীয়া, রংপুর কামিল মডেল মাদ্রাসা পশ্চিম গেটের মো. আবুল কালাম বসুনীয়া ও রংপুরের পুলিশ ক্লাব হাউজিং মুলাটোলের মো. কামরুল হক সরকার।

এ ছাড়া লালমনিরহাট পাটগ্রাম নবীনগরের মো. মজিবর রহমান ও কুড়িগ্রাম সদরের সবুজপাড়ার মধুসূদন সরকার স্বীকৃতি পেয়েছেন।

ঢাকা বিভাগের দোহারের রফিকা জালাল ও ঢাকা বারিধারার জাহিদ হোসেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

সিলেট বিভাগে হবিগঞ্জ জেলার মাধবপুরের তুলসীপুরের মো. শামসুল হক ও হবিগঞ্জ সদরের হাসাপাতাল রোডের স্বদেশ রঞ্জন বিশ্বাসকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার।

খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা স্টেশন পাড়ার মো. হাবিবুর রহমান ও কুষ্টিয়া সদরের মাধবপুরের মীর আব্দুর রাজ্জাক স্বীকৃতি পেয়েছেন।

আর চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সীতাকুণ্ডের মছজিদ্দা গ্রামের সঞ্জীব চন্দ্র রায়কে একাত্তরের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার।



রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়