ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জেলা জামায়াতের আমিরসহ আটক ৩

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলা জামায়াতের আমিরসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় উত্তর জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হুসাইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে ফুলতলা থানা পুলিশ তাদের আটক করে। আটককৃত অপর দুইজন হলেন- জামায়াত কর্মী জারজিস হোসেন মোড়ল ও আলী আকবার।

জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গাস্থ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে।

ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু জানান, বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা হয়েছে। নিক্ষিপ্ত বোমাটি অফিসের পূর্ব পাশের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সময় তিনি ও দলের নেতা-কর্মীরা বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকায় নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন।

এদিকে, জেলা আমিরসহ তিনজনের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও খুলনা-৫ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারের নির্দেশেই পুলিশ প্রশাসন কোনো ওয়ারেন্ট ছাড়াই নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার করছে। ধানের শীষের জোয়ার দেখে সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশ প্রশাসনকে দিয়ে এ ধরনের ঘটনার জন্ম দেওয়া হয়েছে।

অবিলম্বে নেতৃবৃন্দ গ্রেপ্তারকৃতদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।




রাইজিংবিডি/খুলনা/১৫ ডিসেম্বর ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়