ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এক বছর পর ঢাকার মঞ্চে ‘ঈর্ষা’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক বছর পর ঢাকার মঞ্চে ‘ঈর্ষা’

‘ঈর্ষা’ নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক : ঢাকার প্রথম সারির নাটকের দল প্রাঙ্গণেমোর। দলটির অষ্টম প্রযোজনা ‘ঈর্ষা’। দীর্ঘ এক বছর পর ঢাকার মঞ্চে প্রদর্শিত হতে যাচ্ছে এটি। আগামী ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি। সৈয়দ শামসুল হক রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন অনন্ত হিরা।

এ নাটকে সংলাপ রয়েছে মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটিতে অভিনয় করছেন-নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সংগীত রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ।

অভিনেতা রামিজ রাজু রাইজিংবিডিকে বলেন, ‘দীর্ঘ এক বছর পর দেশে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রদর্শনীর মাধ্যমে প্রাঙ্গণেমোর নতুন বছর শুরু করতে যাচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে বলব, একবার হলেও নাটকটি দেখে যান। কারণ এটি অদ্ভূত একটি নাটক। এটি আমার দলের প্রযোজনা কিংবা এতে আমি অভিনয় করছি এজন্য কথাগুলো বলছি না। সত্যি অসাধারণ একটি কাজ এটি।’

নাটক প্রসঙ্গে নির্দেশক অনন্ত হিরা বলেন, ‘ঈর্ষা নামের কাব্যনাট্যে গল্প এতটাই জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব সংঘাতে মুখর যা বর্ণনাতীত। সেই সঙ্গে আছে শিল্পের সঙ্গে শিল্পের দ্বন্দ্ব, শিল্পীর সঙ্গে শিল্পীর দ্বন্দ্ব, মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালোবাসা। আছে মানব জীবনের আরেক অপরিহার্য এবং অত্যন্ত গোপন বিষয় শারীরিক সম্পর্ক বা যৌনতার কথা। আছে রূপসী বাংলার, শ্যামল উজ্জ্বল, রূপশালী গর্ভবতী ধানের বাংলার রূপের বর্ণনা, আছে মুক্তিযুদ্ধের মুল্যবোধও। সব মিলিয়ে জীবন ও জীবন উত্তীর্ণ শিল্পের নানা প্রসঙ্গ।’



রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়