ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘টি-টোয়েন্টি মানেই ছক্কা হাঁকানো নয়’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘টি-টোয়েন্টি মানেই ছক্কা হাঁকানো নয়’

ক্রীড়া প্রতিবেদক : দর্শক-খরায় ভুগছে এবারের বিপিএল। বেশিরভাগ ম্যাচেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি খাঁ খাঁ করছে। প্রায় প্রতিটা ম্যাচও হচ্ছে লো স্কোরিং। চার-ছক্কার ফুলঝুরি নেই। বুধবার খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের ম্যাচে যেমন ছক্কা হয়েছে মোটে তিনটি। অনেকের ধারণা, টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটসম্যানরা চার-ছক্কা মারবেন। খুলনার কোচ মাহেলা জয়াবর্ধনে অন্তত তা মনে করেন না।

রাজশাহীর কাছে ৭ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেছেন, ‘আপনি যদি মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটসম্যানরা শুধু ছক্কা হাঁকাবে, তাহলে আপনার ধারণাটা ভুল। ক্রিকেট হচ্ছে চ্যালেঞ্জের মতো। আমাদের কঠিন উইকেটে খেলতে হচ্ছে, আজ আর ২০ রান করতে পারলেই পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। এটা ছক্কা মারার ব্যাপার নয়।’

ব্যাটসম্যানরা শুধু ছক্কা মারলে খেলাটা একঘেয়েমি হয়ে যাবে বলে মনে করেন শ্রীলঙ্কান কিংবদন্তি, ‘আপনি যদি দেখেন ব্যাটসম্যানরা অনেক ছক্কা মারছে, তাহলে খেলাটাকে আপনার একঘেয়ে মনে হবে। বোলারদের জন্যও তো কিছু থাকতে হবে। দুই দিকেই (ব্যাটসম্যান ও বোলার) যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে আমার মনে হয় ব্যাপারটা ভালো।’

নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিই হেরেছে খুলনা। তবে এখান থেকে ঘুরে দাঁড়ানো একেবারে কঠিন মনে করছেন না খুলনার কোচ। তার বিশ্বাস, একটি জয় পরিস্থিতি পাল্টে দেবে, ‘সত্যি বলতে ঘুরে দাঁড়ানো কঠিন নয়। আমাদের জিততে শুরু করতে হবে। একটি জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তারপর আমরা সিলেটে যাব, নতুন মাঠ।’

জয়াবর্ধনের লক্ষ্য দলকে শেষ চারে নিয়ে যাওয়া, ‘টুর্নামেন্টে এখনো ৯ ম্যাচ বাকি আছে। আমাদের লক্ষ্য সেরা চারে থাকা এবং প্লে-অফে খেলা। যেকোনো কিছুই হতে পারে। প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের সেভাবেই ভাবতে হবে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়