ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর’

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যে নির্বাচন সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, গণতান্ত্রিক বিশ্বে যে নির্বাচন স্বীকৃতি পেয়েছে, সে নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর।’

তিনি বলেন, ‘এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব, ভারতসহ গণতান্ত্রিক দেশগুলো, এমনকি পাকিস্তান পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আজকে দুনিয়ার যে ডেমোক্রেটিক জাতিগুলো, সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে, সমাদৃত হয়েছে। এমতাবস্থায় এ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’

শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘নতুন বছরে নতুন সরকার। শেখ হাসিনা সরকারের যে অগ্রাধিকার, সে অগ্রাধিকার হচ্ছে সড়কে চলা পরিবহনে শৃঙ্খলা। শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই হলো অগ্রাধিকার। সেজন্য আমি ইতোমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি, সাত দিনের নোটিশ দিয়ে সড়ক-মহাসড়কে যে সকল রাস্তা অবৈধ দখলে আছে, সেগুলো অবৈধ দখলমুক্ত করতে হবে।’



তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, সড়কগুলোকে অবৈধ দখলমুক্ত করব। নোটিশ দিয়ে সারা বাংলাদেশে কাজটি শুরু হবে। আমি আজকেই নির্দেশ দিয়েছি। এ ছাড়া, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশকে বলা হয়েছে অবৈধ পার্কি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবৈধ দখল ও অবৈধ পার্কিং এ দুটি বিষয়ে আমরা যদি সফল হতে পারি, তাহলে সড়কে পরিবহনে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। সে কাজটি আমরা হাতে নিয়েছি। আগেও করেছি। মাঝখানে নির্বাচনের কারণে কাজটা গতি পায়নি। আমি আশা করছি, এ কাজটা করে এখন আমরা নতুন বছরে শেখ হাসিনা সরকারের নবযাত্রায় বাংলাদেশের জনগণকে স্বস্তি দিতে পারব। সড়কের নিরাপত্তার জন্য শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। কাজেই আমরা এখন অগ্রাধিকার ভিত্তিতে এ কাজটি করব।’

মন্ত্রী বলেন, ‘চন্দ্রা ও কোনাবাড়ি ফ্লাইওভারের কাজ প্রায় শেষ। আশা করছি মাস দুয়েকের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফ্লাইওভার দুটি উদ্বোধন করবেন এবং যানবাহন চলাচলরে জন্য দুটি ফ্লাইওভার উন্মুক্ত করে দেওয়া হবে। এ ছাড়া, গাজীপুর-এলেঙ্গা ফোর লেন প্রজেক্টের কাজ জুন মাসের মধ্যে শেষ হবে।’

এ সময় মন্ত্রীর সাথে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, গাজীপুর সওজর নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিনসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/গাজীপুর/১১ জানুয়ারি ২০১৯/হাসমত আলী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়