ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাংবাদিক আবু বকর চৌধুরী চিরনিদ্রায় শায়িত

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক আবু বকর চৌধুরী চিরনিদ্রায় শায়িত

নিজস্ব প্রতিবেদক: বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বাদ যোহর ধানমণ্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আবু বকর চৌধুরীর মরদেহ দুপুর সোয়া দুইটায় অন্তিম শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে ২টা ৪০ মিনিটে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর সেখানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংঠনের নেতৃবৃন্দ ও তার সহকর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।

পরিবারের সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে নিজের বাসায় আবু বকর চৌধুরীর হার্ট অ্যাটাক হয়। পরিবারের সদস্যরা ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৬৪ সালের ২১ জুন রাজধানী ঢাকার গ্রীন রোডে আবু বকর চৌধুরী জন্মগ্রহণ করেন। বাবা আবদুল হালিম চৌধুরী ও মা রাজিয়া খাতুন। নয় ভাই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যানেজমেন্টে অনার্সসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১১ সালের ১ অক্টোবর দিল আফরোজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আবু বকর চৌধুরী ১৯৯১ সালে সাপ্তাহিক প্রত্যায়ন পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। কাজের ধারাবাহিকতায় পরের বছর তিনি সাপ্তাহিক খবরের নির্বাহী সম্পাদক, ১৯৯৫ সালে আজকের কাগজে সহযোগী সম্পাদক হিসেবে যোগদান করেন। একসময় আজকের কাগজ বন্ধ হয়ে গেলে তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে প্রধান বার্তা সম্পাদক হিসেবে আমাদের সময় পত্রিকায় যোগ দেন। ওই বছরের অক্টোবরে তিনি সকালের খবর পত্রিকায় বার্তা সম্পাদক এবং ২০১১ সালের এপ্রিল মাসে সমকাল পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন।

২০১২ সালে তিনি বার্তা সম্পাদক হিসেবে দৈনিক মানবকণ্ঠে যোগদান করেন। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি পত্রিকাটির বার্তা সম্পাদকের পাশাপাশি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি নির্বাহী সম্পাদক হন। পরবর্তী সময়ে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে পুনরায় তিনি দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।




রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়