ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতীয় কবিতা উৎসব শুরু

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় কবিতা উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক : ‘বাঙালির জয়, বাঙালির কবিতা’- স্লোগান সামনে রেখে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৩৩তম জাতীয় কবিতা উৎসব-২০১৯’।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির হাকিম চত্বরে দুই দিনব্যাপী কবিতা উৎসব শুরু হয়।

আয়োজকরা জানান, উৎসব প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। কবিতাপাঠ পর্ব, ছড়াপাঠ, আবৃত্তিপর্ব, পুরস্কার প্রদান পর্ব ও বিদেশি ভাষার কবিতার আসর দিয়ে এবারের কবিতা উৎসব সাজানো হয়েছে।

উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত রয়েছেন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, আহ্বায়ক রবিউল হুসাইন, উপদেষ্টা নূর আলম নূরু এবং কাজী রোজীসহ দেশি-বিদেশি কবিরা।



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৯/ইয়ামিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়