ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় তুহিন তৌহিদের ‘পাঁজরের হাড়গুচ্ছ’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় তুহিন তৌহিদের ‘পাঁজরের হাড়গুচ্ছ’

রাইজিংবিডি ডেস্ক : একুশে বইমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে তুহিন তৌহিদের কবিতার বই ‘পাঁজরের হাড়গুচ্ছ’।

বইটি প্রকাশক করেছে তিউড়ি প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

‘পাঁজরের হাড়গুচ্ছ’ বইটি সম্পর্কে তুহিন তৌহিদ জানান, বইটিতে ১২৫টি কবিতা রয়েছে। কবিতাগুলোর কোনোটি এক পঙক্তির, কোনোটি দুই কিংবা তিন পঙক্তির। এতে কোনো দীর্ঘ কবিতা নেই।

তুহিন তৌহিদের অন্যান্য প্রকাশিত কবিতার বই-ফিনিক্স পাখির মতো (২০০৮), প্রজাপতিঘুড়ি (২০১০), ফেলানির ডানা (২০১২), প্রেমের বয়ান (২০১৩), অডিসিউস ও অন্যান্য কবিতা (২০১৪), ওয়ানওয়ে রোড (২০১৫), আর কতো হে গিরগিটি (২০১৭), নেকড়েটা ভেতরেই আছে (২০১৮)।

প্রকাশিত গদ্যের বই একটি-বেদিলের দিল (২০১৭)। দ্বিতীয় গদ্যের বই ‘মাখফির অশ্রু’ চলতি বইমেলায় প্রকৃতির স্টলে পাওয়া যাবে।    





রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়