ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মুক্তি পাচ্ছে শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তি পাচ্ছে শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’

বিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা শামীমুল ইসলাম শামীম নির্মাণ করেছেন ‘আমার প্রেম আমার প্রিয়া’ নামে চলচ্চিত্র। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু-পরীমনি। গত বছর সিনেমাটি মুক্তির কথা থাকলেও বিভিন্ন কারণে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় এটি। এবার সব সংশয় কাটিয়ে আগামীকাল শুক্রবার ৪৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

এ প্রসঙ্গে পরিচালক শামীমুল ইসলাম শামীম রাইজিংবিডিকে বলেন, ‘‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ করেছি। গত বছর সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়ে উঠেনি।’

তিনি আরো বলেন, ‘সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। আগামীকাল এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটিতে কমেডি, রোমান্সসহ বেশ কিছু ভালোলাগার দৃশ্য রয়েছে। আশা করছি, আরজু-পরী অভিনীত সিনেমাটি দর্শক খুব ভালোভাবে নিবেন।’
 


ঢাকার মধুমিতা, বলাকা, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, পুনম, এশিয়া, সৈনিক ক্লাব, রাণিমহল, আনন্দ, রাজমনি, চম্পাকলি, বর্ষা, সাভারের সেনা অডিটোরিয়াম। অন্যদিকে যশোরের মনিহার, খুলনার লিবার্টি ও সংগীতা, চট্টগ্রামের আলমাস, বরিশালের অভিরুচি, বগুড়ার সোনিয়া, দিনাজপুরের মডার্ণ, সৈয়দপুরের তামান্না, রংপুরের শাপলা, ফরিদপুরের বনলতা, টাঙ্গাইলের মালঞ্চ, কল্লোল, রাজিয়া, হবিগঞ্জের মোহন, দাউদকান্দির ঝর্ণা, গোবিন্দগঞ্জের হীরকসহ দেশের মোট ৪৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ছয়টি। সিনেমাটির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। পরী-আরজু ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।

চলচ্চিত্রটির আবহ সংগীত করেছেন ইমন সাহা এবং সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। প্লেব্যাক করেছেন ইমরান, শফিক তুহিন, প্রতীক হাসান, মুন, লাবণ্য, পুলক ও রুপম। কোরিওগ্রাফি করেছেন, মাসুম বাবুল, সাইফ খান কালু, হাবিব, নুহ রাজ। পরিচালক নিজেও একটি নাচের কোরিওগ্রাফি করেছেন। সিনেমাটির ফাইট ডিরেকশনে ছিলেন মিঠু। ডিওপি ছিলেন এস এম আজাহার। সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী।

নির্মাতা শামীমুল ইসলাম শামীম বেশকিছু একক ও ধারাবাহিক নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম লেখান তিনি। এছাড়া ‘গোলাপতলীর কাজল’ সিনেমার শুটিং করছেন তিনি। খুব শিগগির ‘চাঁদনী’ সিনেমার শুটিং শুরু করবেন বলেও জানান এই নির্মাতা।




রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়