ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

লেডি মাস্তান তিশা!

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেডি মাস্তান তিশা!

‘প্রেমহীন প্রেমিকা’ নাটকের দৃশ্যে তানজিন তিশা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর নাম লেখান অভিনয়ে। অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন এই অভিনেত্রী। এবার তাকে লেডি মাস্তান রূপে দেখা যাবে ‘প্রেমহীন প্রেমিকা’ নামে একক নাটকে। কুদরত উল্লাহ রচিত নাটকটি পরিচালনা করেছেন তপু খান।

নাটকে তার চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘বহুদিন পর এমন একটি চরিত্রে অভিনয় করলাম যে চরিত্রটিকে ভালোবেসে ফেলেছি। নাটকটির গল্প ও চিত্রনাট্যের প্রয়োজনে প্রতিটি দৃশ্যে নিজেকে ভাঙতে হয়েছে। আমাকে যারা ভিন্ন চরিত্রে দেখতে চান তারা নাটকটি দেখলে ভিন্ন স্বাদ পাবেন কথা দিলাম।’

গল্প প্রসঙ্গে পরিচালক তপু খান জানান, ইতি নামের মেয়েটিকে কলোনির সবাই এক নামে চেনে। সে এলাকায় লেডি মাস্তান হিসেবেও পরিচিত। সবাই তাকে ভয় পায়, সম্মানও করে। কলোনির ছোট মেয়েরা তার সঙ্গী। সে যা বলে এলাকায় তাই হয়। চোখে সানগ্লাস, হাতে বেলিফুল, ব্রেসলেট, গলায় মালা, পরনে শার্ট-প্যান্ট এমন পোশাকেই তাকে দেখা যায়। ধনী পরিবারে বেড়ে ওঠা ইতি বাবা-মায়ের একমাত্র সন্তান। সারাদিন তার নামে কেউ না কেউ নালিশ করবেই। তাই ইতির ওপর তার বাবা-মা বিরক্ত হলেও কিছু বলতে পারে না কোনো এক কারণে। বাকিটা গল্প জানতে নাটকটি দেখার আহ্বান জানান এই পরিচালক।

এ নাটকে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাটক প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘নাটকটির চিত্রনাট্য বেশ আলাদা ছিল। যা আসলে বর্তমান সময়ে প্রয়োজন। এতটুকুই বলব-এতটা চমৎকার চরিত্র আগে করা হয়নি।’

নাটকটির নির্মাণ প্রসঙ্গে তপু খান বলেন, ‘আমি বরাবরই আমার নির্মাণে ভিন্নতা আনার চেষ্টা রাখি। দেখাতে চেষ্টা করি সবসময় এমন একটি গল্প যেখানে মেসেজ থাকবে। প্রেমহীন প্রেমিকা তেমনই একটি গল্প। বাকিটা দর্শক দেখে বলবেন।’



নাটকটিতে আরো অভিনয় করেছেন তাসনিম ইমা, এস জুনায়েদ, জুলিয়েট প্রমুখ। বিগ ব্যাঙ এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। আগামীকাল শনিবার রাত ৯টা ৫মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে এটি প্রচারিত হবে।




রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়