ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিক্রেট অব হিস্ট্রি’র ২৫তম প্রদর্শনী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিক্রেট অব হিস্ট্রি’র ২৫তম প্রদর্শনী

বিনোদন ডেস্ক : নাটকের দল বুনন থিয়েটারের আলোচিত নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’। এটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। নিদের্শনা দিয়েছেন শুদ্ধমান চৈতন। ২০১৭ সালে ১৯ মে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ২৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যকার মামুনুর রশীদ। এছাড়াও উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ, লাকী ইনাম, কামাল বায়েজীদ প্রমুখ।

নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক শুদ্ধমান চৈতন বলেন, ‘মহান এক রাষ্ট্রপতিকে হত্যা করে গদি দখল, তারপর খুনি রাষ্ট্রপতি জেলের ভেতর হত্যার পর চার নেতার লাশ গোরস্থানে বয়ে এনেছে রাতের আঁধারে। গোরস্থানের আদি ভৌতিক আবহে খুনি রাষ্ট্রপতির মুখোমুখি হয় জেলখানার দায়িত্বপ্রাপ্ত গার্ড, খুনি রিসালদার ও চার নেতার ছায়া শরীর।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আনন জামান, আশরাফুল বিলাস, তুষার কান্তি দে রাজন, আবু ফাহিম, উচ্ছ্বল হাসান, আবিদ হাসান নির্ঝর, শাত-ইল রাস, হাজেরা আক্তার কেয়া, অমিত প্রিয়ভাষ, সাঁঝমান নন্দ, তুষার সমীরণ, আয়েশা আক্তার কাকন, মারিয়া বিনতে লতিফ, জিহাদুল ইসলাম, রুদ্রতুল রানার, তাবাসসুম অধরা, জান্নাতুল ফেরদৌস ও  আরিফ জামান সেজান।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়