ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘জইশ-ই-মোহাম্মদের নেতা পাকিস্তানে’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জইশ-ই-মোহাম্মদের নেতা পাকিস্তানে’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, জইশ-ই-মোহাম্মদের নেতা মাসুদ আজহার পাকিস্তানে আছে।  কাশ্মীরের পুলওয়ামাতে জইশ-ই-মোহাম্মদের হামলার সম্পৃক্ততার প্রমাণ ভারতের কাছে থাকলে তাদের উচিৎ এটা পাকিস্তানকে দেওয়া। তাহলে পাকিস্তান এই সংগঠন ও এর নেতাদের বিচার করবে।

সম্প্রতি পুলওয়ামাতে সন্ত্রাসী হামলার জের ধরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা-পাল্টা হামলার কারণে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে যেয়ে কুরেশি এসব কথা বলেছেন।

জইশ-ই-মোহাম্মদের বিষয়ে ভারতের উদ্বেগের প্রতিক্রিয়া জানতে চাইলে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘ভারতীয়দের কাছে আমার বার্তা হচ্ছে এটা নতুন সরকার, যাদের মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। আমরা শান্তিতে বাস করতে চাই। আমাদের কেন্দ্রীয় এজেন্ডাভিত্তিক জনগণ আছে। আমরা অর্থনীতি পুর্নগঠনে মনোযোগ দিতে চাই। আমরা পাকিস্তানের সরকার ব্যবস্থার উন্নয়ন ও দুর্নীতির মূলোৎপাটন করতে চাই। এজন্যই আমাদের নির্বাচিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা পাকিস্তান এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই। পশ্চিমের ফ্রন্ট আমাদের গ্রাস করছে ; আমরা পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা চাই না। আমাদের সরকারের নীতি হচ্ছে, কোনো সংগঠন বা ব্যক্তিকে সন্ত্রাসবাদের জন্য ভারতসহ যে কারো বিরুদ্ধে আমাদের ভূমিকে ব্যবহার করতে দিতে চাই না।’

জইশ-ই-মোহাম্মদ নেতা মাহমুদ আজহার সম্পর্কে জানতে চাইলে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার পাওয়া তথ্য অনুযায়ী, তিনি পাকিস্তানে আছেন। তিনি এতোটাই অসুস্থ যে তিনি বাড়ি ছেড়ে বের হতে পারেন না ‘

দুই সপ্তাহ আগে ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় সে দেশের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৬ সদস্য নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। এই হামলার জের ধরে ভারতীয় বিমান মঙ্গলবার ভোরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে হামলা চালায়। বুধবার পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধবিমানকে ভূপাতিত করে।



রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়