ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নৌকাডুবি : নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৭, ৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌকাডুবি : নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান

নিজস্ব প্রতিবেদক : সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের ছয়জনকে উদ্ধারে অভিযান চলছে।

শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন।

উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘ঘটনাস্থল ও এর আশপাশে কর্ডন করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পানির নিচেও ডুবুরিরা খোঁজ করছেন। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। পানির রঙ কালো হওয়ায় উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি নিখোঁজদের উদ্ধারে।’

এর আগে বৃহস্পতিবার রাতে নৌকাডুবির ঘটনা নিশ্চিত করে সদরঘাট নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘নিখোঁজরা সবাই একই পরিবারের সদস্য। লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে গেছে। উদ্ধার অভিযানে নৌ পুলিশও কাজ করছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে একটি পরিবারের সাত সদস্য ডিঙি নৌকা করে সদরঘাটে আসছিল। ঘাটে আসার সময় লঞ্চ সুরভী-৭ ঘুরছিল। এসময় সুরভী-৭ এর ধাক্কায় ডুবে যায় ডিঙি নৌকাটি। ঘটনার পরপরই সাতজনের মধ্যে শাহজালাল নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। লঞ্চের পাখায় তার পা কেটে গেছে।



রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়