ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সেই জাহালম এবার বড় পর্দায়

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই জাহালম এবার বড় পর্দায়

বিনোদন প্রতিবেদক : আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ৩৩ টি মামলা হয়েছিল। অভিযুক্ত এই ব্যক্তির পরিবর্তে নির্দোষ জাহালম প্রায় ৩ বছর কারাভোগ করেন। তিন বছর পূর্ণ হওয়ার দু’দিন আগে হাইকোর্টের নির্দেশে মুক্তি পান জাহালম। তারপর এ ঘটনা নিয়ে রীতিমতো হুলুস্থুল পড়ে যায়। এবার সেই জাহালমকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।

‘জাহালম’ শিরোনামে চলচ্চিত্রটি পরিচালনা করবেন মারিয়া আফরিন তুষার। এতে অভিনয় করবেন দেশের ১৫ জন চলচ্চিত্র নির্মাতা। নাম ভূমিকায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুকে।

মারিয়া তুষার ফিল্মস প্রযোজিত এ সিনেমায় বিনা অপরাধে ৩ বছর কারাগারে বন্দি থাকা জাহালমের জীবনের সুখ-দুঃখের গল্প তুলে ধরা হবে। আগামী মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু হবে বলে জানান পরিচালক মারিয়া তুষার।



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়