ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হল থেকে ন্যায্য মুনাফা পাচ্ছি না : গুলজার

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হল থেকে ন্যায্য মুনাফা পাচ্ছি না : গুলজার

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে মন্দা হাওয়া বইছে। সিনেমা নির্মাণ সংখ্যা অনেক কমে গিয়েছে। ফলে খুড়িয়ে চলছে দেশের সিনেমা হলগুলো। নতুন সিনেমা না থাকায় পুরোনো সিনেমা দিয়ে হলগুলো চালু রাখা হয়েছে। একে একে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে। সিনেমা শূন্য হয়ে যাওয়ায় এবার হল মালিক, প্রদর্শকরা সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছেন। এমন ঘোষণার পর চলচ্চিত্রাঙ্গণে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

এ প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম হল থেকে আমাদের ন্যায্য টাকা দেয়া হচ্ছে না। ফলে আমরা মুনাফা পাচ্ছি না। বিভিন্ন অজুহাতে তারা টাকা দিচ্ছেন না। আমরা এখনও সেই ন্যায্য পাওনা পাচ্ছি না। আলোচনার মাধ্যমে এসবের সমাধান হতে হবে।’

গতকাল ১৩ মার্চ সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন প্রদর্শক সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়- দেশে বিদেশি ছবি প্রবেশের সহজ নীতিমালা ও দেশীয় ছবি নির্মাণ বাড়ানোর উদ্যোগ না নিলে ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ রাখা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়