ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নায়ক হওয়ার নেপথ্যের গল্প নিয়ে ‘নায়ক’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নায়ক হওয়ার নেপথ্যের গল্প নিয়ে ‘নায়ক’

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের পর্দায় নায়কের সাবলীল অভিনয়ে মুগ্ধ হন হাজারো দর্শক। নায়ক হতে পোড়াতে হয় অনেক কাঠখড়। নেপথ্যের সেই গল্প ভক্তদের কাছে অনেকটাই অজানা। সেই অজানা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নায়ক’। শাকিলুজ্জামানের পরিচালনায় এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন আফফান মিতুল। তিনি নাটকটির রচয়িতাও। নাটকে আরো অভিনয় করেছেন তিথি, স্বাধীন খসরু, ঝর্না আহমেদ, রেজাউর রহমান রিজভি, আর.জে সাদিকসহ অনেকে। গতকাল ১৯ এপ্রিল ‘স্বপ্ন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দেয়া হয়েছে। 

এ প্রসঙ্গে আফফান মিতুল বলেন, ‘একজন সাধারণ ছেলে কীভাবে সংগ্রাম করে দেশের শীর্ষ নায়কে পরিণত হয় সেই গল্প এখানে তুলে ধরা হয়েছে। নাটকের গল্পে দেখা যায় এফ এম রেডিও'র সেলিব্রেটি শোতে কথা বলছেন নায়ক। সেই রেডিও'র আরজে'র কাছে বলছেন তার নায়ক হওয়ার নেপথ্যের গল্প। এরপর উঠে আসে নানান স্মৃতি। এভাবেই গল্প এগিয়ে যায়।’

আফফান মিতুল অভিনীত ‘নিশ্চুপ ভালোবাসা’, ‘গন্তব্য’ ও ‘কাকতাড়ুয়া’ চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়