ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জন্মদিনের দাওয়াত না দেওয়ায় হামলা, আহত ৬

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জন্মদিনের দাওয়াত না দেওয়ায় হামলা, আহত ৬

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীতে জন্মদিনে নিমন্ত্রণ না করায় হামলা ও লুটপাটের শিকার হয়েছে একটি পরিবার। এ হামলায় একই পরিবারের নারী-পুরুষসহ অন্তত ৬ জন আহত হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার মধ্য রাতে সদর উপজেলার মরিচ বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হামলার শিকার আহত পরিমলের অভিযোগ, বুধবার রাতে পরিমলের এক বছরের শিশু সন্তান পলকের প্রথম জন্মদিন পরিবারের সদস্যরা ঘরোয়াভাবে পালন করছিল। এ সময় একই বাড়ির শুকুরঞ্জন, পলাশ, স্বপন, আকাশ, মিন্টু, দুলালসহ ১০/১২ জন অর্তকিত ঘরে ঢুকে জন্মদিনে দাওয়াত না করার কৈফিয়ত চায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্য প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায় অনাধিকার প্রবেশকারীরা পরিমলের পরিবারের সদস্য খোকন দাস (২১), সবিতা রাণী দাস (৪৫), জোৎস্না রাণী দাস (৪৮), মুক্তা রানী দাস (৩২) সহ ছয়জনকে মারধর করে। হামলার পরে তারা ঘরে লুটপাট চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।

এ সময় হামলাকারীরা এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ করেন নিখিল দাস। এ প্রসঙ্গে হামলাকারী দুলাল দাস মারধরের ঘটনা শিকার করে বলেন,  নিজেদের মধ্য একটু ভুল বুঝাবুঝি হয়েছে।



রাইজিংবিডি/পটুয়াখালী/২৩ মে ২০১৯/বিলাস দাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়