ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাজেট যেন পুঁথিগত না হয়: ফকির আলমগীর

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাজেট যেন পুঁথিগত না হয়: ফকির আলমগীর

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফকির আলমগীর। গণসংগীত ও দেশীয় পপ সংগীতে তার অনেক অবদান রয়েছে। ’৬৯-এর গণঅভ্যুত্থানে গণসংগীত পরিবেশনের মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। ২০১৯-২০ অর্থবছরের বাজেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।

এ প্রসেঙ্গে ফকির আলমগীর রাইজিংবিডিকে বলেন, ‘ব্যাংক লুট, ঘুষ, দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। ঠিক তখনই বাজেট পেশ করা হলো। আমাদের সবকিছু এই বাজেটের উপর নির্ভর করে। এবারের বাজেটের আকার বিশাল। বহু আগে থেকেই দেখে আসছি, পরস্পরকে দোষারোপ করতে। এটা থেকে বেরিয়ে আসা দরকার। আমার প্রত্যাশা এবারের বাজেটে কৃষক, শ্রমিক, কামার, কুমারসহ সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। টেলিভিশনের সামনে বসে বাজেট অধিবেশনটা দেখলাম। অর্থমন্ত্রী চোখে ব্যথার কারণে পুরোটা পাঠ করতে পারেননি। পরে মাননীয় প্রধানমন্ত্রী পাঠ করে দিলেন। তাদের হৃদ্যতা দেখে ভালো লেগেছে। সরকার সর্বস্তরের মানুষের কথা চিন্তা করেই বাজেট পেশ করেছেন বলে আশা করছি।’

তিনি আরো বলেন, ‘বাজেট শুধু বড় হলেই হবে না জনকল্যাণকর হতে হবে। জঙ্গিবাদ, মৌলবাদ রুখতে হলে আমাদের সংস্কৃতির গণজাগরণ দরকার। শিল্পকলা সৃষ্টি, সংস্কৃতি চর্চার সৃষ্টির ক্ষেত্রেও যেন বাজেটে দৃষ্টিপাত করেন। বাজেট যেন পুঁথিগত না হয়, পরিপূর্ণ বাজেট বাস্তবায়ন হয়। উন্নয়নের মহাসড়ক যেন অব্যাহত থাকে।’

অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা একাদশ বাজেট। এবার বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট। চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী বাজেট ১২ দশমিক ৬১ শতাংশ ও সংশোধিত বাজেটের চেয়ে ১৮ দশমিক ২২ শতাংশ বড়। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়