ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মুক্তি পাচ্ছে ‘অনেক সাধনার পরে’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৭ নভেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তি পাচ্ছে ‘অনেক সাধনার পরে’

অনেক সাধনার পরে সিমেনার পোস্টার

রাহাত সাইফুল : ২১ নভেম্বর শুক্রবার সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে আবুল কালাম আজাদ পরিচালিত অনেক সাধনার পরে সিমেনাটি। এ সিনেমায় নিঝুমের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক শান্ত। এ ছাড়া আরো অভিনয় করেছেন শুভ, অঞ্জলী, প্রবির মিত্র, রেহেনা জলি, স্বাধীন খসরু সহ আরো অনেকে।


এ সিনেমা প্রসঙ্গে নিঝুম রুবিনা রাইজিংবিডিকে বলেন, অনেক সাধনার পরে সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী। আমার অভিনীত প্রথম সিনেমা জাকির হোসেন রাজুর স্যারের পরিচালনায় এর বেশি ভালবাসা যায় না সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। আশাকরি এ ছবিটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাব।


নির্মাতা জাকির হোসেন রাজুর এর বেশি ভালোবাসা যায় না ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নিঝুম রুবিনার। কিবরিয়া ফিল্মসের এ ছবিতে তিনি সাইমনের বিপরীতে অভিনয় করেন। এ ছাড়া সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে রুবিনা অভিনীত কিস্তির জ্বালা সিনেমাটি।


বর্তমানে নিঝুম দিলশাদুল হক শিমুলের লিডার এবং শাহীন সুমনের মিয়া বিবি রাজী ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।




রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৪/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়