ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জঙ্গিদের তথ্য দেওয়া নাগরিক দায়িত্ব : আইজিপি

মাকসুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৬ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিদের তথ্য দেওয়া নাগরিক দায়িত্ব : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবিরোধী সচেতনতা ও তাদের ব্যাপারে তথ্য দেওয়ার মাধ্যমে নাগরিক দায়িত্ব পালন সকলকে করতে হবে।

 

সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে জঙ্গিবিরোধী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পুলিশ প্রধান বলেন, ‘জান্নাতের স্বপ্ন দেখিয়ে ধর্মের অপব্যাখ্যা করে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। বিভিন্ন ধরনের উগ্রপন্থি মতাদর্শের বই, লিফলেট ইত্যাদি বিতরণ করে তাদের জঙ্গিবাদে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। ’এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, জঙ্গিদের অপতৎপরতা প্রতিহত করার জন্য শিক্ষক-ছাত্রদের আরো বেশি সজাগ থাকতে হবে।

 

এ সময় অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) ফাতেমা বেগম, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিবেট ফর ডেমোক্রেসির কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৬/মাকসুদ/তৈয়বুর রহমান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়