ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মঞ্চে ‘ক্রাচের কর্নেল’

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২৭ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঞ্চে ‘ক্রাচের কর্নেল’

‘ক্রাচের কর্নেল’ নাটকের দৃশ্য

মোখলেছুর রহমান : শাহাদুজ্জামানের আলোচিত উপন্যাস ‘ক্রাচের কর্নেল’।  কর্নেল তাহেরের জীবনভিত্তিক এই উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলে, চলে বিস্তর আলোচনা সমালোচনাও। এবার আলোচিত এ উপন্যাসটি মঞ্চে নিয়ে আসছে দেশের প্রথম সারির নাটকের দল বটতলা।

 

‘ক্রাচের কর্নেল’ শিরোনামে এ নাটকটির নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা।  নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

 

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’। এ উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নির্দেশক মোহাম্মদ আলী হায়দার।

 

হঠাৎ ‘ক্রাচের কর্নেল’ উপন্যাস কেন মঞ্চে নিয়ে আসলেন এমন প্রশ্নের জবাবে নির্দেশক মোহাম্মদ আলী হায়দার রাইজিংবিডিকে বলেন, ‘‘কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা আমার ভালো লাগে। ‘পশ্চিমের মেঘে সোনার সিংহ’ ছোট গল্পের বইটি একসময় আমি খুব চর্চা করতাম। তার গল্পগুলো নিয়ে অনেক নাটকের কর্মশালা সাজিয়েছি। ‘ইমাম বক্সের সার্কাস’ গল্পটি মঞ্চে আনার অনেকদিনের সাধ ছিল কিন্তু তা হয়নি। তারপর বটতলার পঞ্চম প্রযোজনা ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’র মহড়ায় পড়ি ‘ক্রাচের কর্নেল’। আসলে কর্নেল তাহের সম্পর্কে অজানা কথাগুলো মঞ্চের ভাষায় সবার সামনে তুলে ধরার প্রয়াসে এই উদ্যোগ নিয়েছি।’’

 

তিনি আরো বলেন, ‘নাটকটি নিয়ে শুরুতে বেশ চিন্তায় ছিলাম। কারণ এত বৃহৎ ক্যানভাস কিভাবে মঞ্চে আসবে? বাংলাদেশের রাজনীতির পরিচিত মুখগুলোর মুখোস কিভাবে উৎপাটন হবে। এ প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবেশেষে তার সমাধান হয়েছে।’

 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ইমরান খান মুন্না , কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভুঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, নাফিজ বিন্দু, সবুজ সরকার, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম, নাফিউল আহমেদ।

 

পোশাক পরিকল্পনা করেছেন- হুমায়রা  আখতার। কোরিওগ্রাফি করেছেন- সামিনা লুৎফা নিত্রা। আলোক পরিকল্পনা করেছেন- খালিদ মাহমুদ সেজান। আবহ সংগীত পরিকল্পনায়- পিন্টু ঘোষ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৬/মোখলেছ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়