ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মুশফিকের ‘সেঞ্চুরি’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ১৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুশফিকের ‘সেঞ্চুরি’

১০০ ডিসমিসাল হলো মুশফিকের। (ছবি: মিলটন আহমেদ, কলম্বো থেকে)

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের প্রথম উইকেটকিপার হিসেবে টেস্টে ১০০ ডিসমিসালের মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম। মজার বিষয়, দেশের শততম টেস্টে ডিসমিসালের সেঞ্চুরি হলো ‘মুশি’র!

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের চতুর্থ দিন শনিবার সাকিব আল হাসানের বলে নিরোশান ডিকভেলার ক্যাচ নিয়ে মাইলফলকে পৌঁছান মুশফিক।

মাইলফলক ছোঁয়া ডিসমিসালটিও ছিল চমৎকার। সাকিবের লেগ স্টাম্পের বলে প্যাডল সুইপ করেছিলেন ডিকভেলা। তাকে সুইপ করতে দেখে দ্রুতই লেগ স্টাম্পের বাইরে সরে আসেন মুশফিক। বলটির কিছুটা উঁচুতে উঠে গেলেও দারুণ ক্ষিপ্রতায় গ্লাভসে জমান বাংলাদেশের উইকেটকিপার।

৫৪তম ম্যাচে ১০০ ডিসমিসাল হলো মুশফিকের। এর মধ্যে ক্যাচ ৮৮টি, স্টাম্পিং ১২টি। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ ডিসমিসাল (৪৪ ম্যাচে) প্রাক্তন উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটের। দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়