ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাজ্যে ভোট গ্রহণ শুরু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে ভোট গ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভোট দিতে ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়া শুরু করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের ৪০ হাজারেরও বেশি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ শেষ হবে রাত ১০টায়।

আগামী প্রধানমন্ত্রী কে হচ্ছেন-কনজারভেটিভ পার্টির থেরেসা মে নাকি লেবার পার্টির জেরেমি করবিন, শুক্রবার সন্ধ্যা নাগাদই জানতে পারবে ব্রিটেনসহ বিশ্ব।

বিবিসি জানিয়েছে, ভোটে ওয়েস্টমিনস্টারের ৬৫০ জন এমপি নির্বাচিত হবেন। এবার ভোট দিচ্ছেন ৪ কোটি ৬৯ লাখ ভোটার। ২০১৫ সালের সাধারণ নির্বাচনের চেয়ে এবার ভোটারের সংখ্যা বেশি। ওই সময় প্রায় ৪ কোটি ৬৪ লাখ ভোটার ভোট দিয়েছিলেন।

ভোটারদের অনেকেই এরই মধ্যে পোস্টাল ভোটের মাধ্যমে তাদের পছন্দের কথা জানিয়ে দিয়েছেন। ২০১৫ সালের নির্বাচনে  ১৬ দশমিক ৪ শতাংশ ভোটার এভাবে ভোট দিয়েছিলেন। ওই নির্বাচনে ৩৩১ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পার্টি। আর লেবার পার্টি পেয়েছিল ২২৯টি আসন।




রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়