ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অপরাধ থাকলে বলবেন : নৌমন্ত্রী

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপরাধ থাকলে বলবেন : নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, অপরাধ থাকলে বলবেন, সেটাকে গ্রহণ করব।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘গণতন্ত্র বিকাশে করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারের আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্টস অর্গানাইজেশন।

শাজাহান খান বলেন, ‘সাংবাদিকতা মহৎ পেশা। বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়েই আপনারা দেশ ও জাতির সেবা করেন। সাংবাদিকদের গুরুত্ব সমাজে কোনো অংশে কম নয়। অনেক সময় কাউকে হেয় প্রতিপন্ন করতে এবং নিজের কাছে ছাপার ব্যবস্থা থাকায় বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে,  হাতে কলম আছে, লিখে দিলাম। কিন্তু এতে সাংবাদিকতায় সততার অভাব দেখা দেয়। অপরাধ থাকলে বলবেন, সেটাকে গ্রহণ করবো।’

গণতন্ত্র বিষয়ে মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়।’

গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে সকলকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন ও পরিবারিক জীবন- সবক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা করা উচিত।’

২০১৩-১৫ সালে বিএনপির সরকার উৎখাতের প্রসঙ্গ টেনে শাজাহান খান বলেন, ‘সেই সময় কী পরিস্থিতি সৃষ্টি করেছিল বিএনপি-জামাত। সরকার উৎখাতের নামে তারা টানা ৯২ দিন দেশে অবরোধ করে ৯২ জন মানুষকে হত্যা করে। আর তারা গণতন্ত্রের কথা বলে। খুনীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়া ক্ষমতায় আসে। সেই সময়ের ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, জিয়া খুনের সাথে সক্রিয়ভাবে জড়িত। খুনীদের দিয়ে গণতন্ত্রের চর্চা করতে চাইলে তা হবে না।’

তিনি বলেন, ‘যারা এখনো শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন, স্বাধীনতা নিয়ে কথা বলেন, বঙ্গবন্ধুকে কটাক্ষ করেন তাদের দিয়ে আর যাই হোক গণতন্ত্রের চর্চা হয় না।

মানুষ বিএনপিকে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্যই লোকজন তাদের ডাকে এখন আর আন্দোলনে নামে না।’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এক ‘চা-চক্র’ অনুষ্ঠানে পুলিশি বাধার কথা সেমিনারে অবিহিত করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। এর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘সেখানে আপনারা চা খেতে গিয়েছিলেন। চা খাওয়ার জন্য মান্না সাহেবদের মত লোকদের আনার কথা না। কে এই মান্না? তাকে আনার কি দরকার? মান্না খোকার সাথে টেলিফোনে কথা বলে লাশ ফেলার কথা বলেছিলেন, সেটা কি ভুলে গেছেন। চা খেতে গিয়ে মানুষ হত্যার পরিকল্পনা করছেন কি না সেটাও তো জানার বিষয়।

রোডই নাই, ম্যাপ কিসের? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে শাজাহান খান বলেন, ‘উনি উল্টা কথা বলেছেন। রোডম্যাপ নির্বাচন কমিশন দিয়েছেন। সেখানে তারা সাতটি বিষয়ে বলেছেন। তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আপনারা (বিএনপি) ইসির সাথে বসবেন, আলোচনা করবেন। যে লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছেন সেটা তো নির্বাচন কমিশন করবে। সরকার নির্বাচন পরিচালনা করে না, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন।’

মন্ত্রী বলেন, ‘নির্বাচন আগামি ১৮ সালের শেষের দিকে আর না হয় ১৯ সালের প্রথম দিকে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।’

সেমিনারে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জাসদের সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা, বাসদ নেতা ছামিদুল কিবরিয়া চৌধুরী আজহার, সংগঠনের মহাসচিব মো. মহসিন, এস এম মোর্শেদ আলম, এস এম জহিরুল ইসলাম বক্তব্য রাখেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়