ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সপ্তাহের শেষ দিকে বৃষ্টি হতে পারে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০১, ৩০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সপ্তাহের শেষ দিকে বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে দেশে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এখনো দেশের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় এই কথা বলা হয়েছে। আর ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টা বা আগামী দুদিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দূর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এ ছাড়া মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সৃষ্ট লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৭/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়