ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাঙ্গুনিয়ায় ১০ লাখ টাকা মূল্যের কাঠ আটক

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৮, ২৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাঙ্গুনিয়ায় ১০ লাখ টাকা মূল্যের কাঠ আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা ঘাটচেক এলাকার কাপ্তাই সড়কে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানবোঝাই অবৈধ সেগুন কাঠ আটক করেছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।

শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ বিশেষ অভিযান চালিয়ে এই অবৈধ কাঠ আটক করে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, কাপ্তাই সড়কে কাভার্ড ভ্যানে লুকিয়ে সেগুন কাঠ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এই সময় শহর অভিমুখী একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে এর ভেতরে আনুমানিক ৫০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ পাওয়া যায়। পরে কাঠসহ কাভার্ড ভ্যানটি বন বিভাগের হেফাজতে জব্দ করা হয়েছে।

অভিযানে অংশ নেন দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা পহলা চন্দ্র রায়, শহর রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক, কালুরঘাট রেঞ্জ কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জানান, অবৈধ কাঠ পাচার বন্ধে দক্ষিণ বন বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে।   



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ আগস্ট ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়