ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে ৭ মাসে দেড় শতাধিক অপমৃত্যু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩২, ২৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ৭ মাসে দেড় শতাধিক অপমৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে অপমৃত্যুর সংখ্যা অস্বাভাবিক বেড়েছে।গত ৭ মাসে চট্টগ্রামে  দেড় শতাধিক অপমৃত্যুর ঘটনা ঘটেছে। আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে আত্মহত্যার প্রবণতা।

শুধুমাত্র গত ১৫ দিনেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনের আত্মহত্যার ঘটনা রেকর্ড হয়েছে। প্রায় প্রতিদিনই নগরী ও জেলার কোথাও না কোথাও আত্মহত্যার ঘটনা ঘটছে। আত্মহত্যাকারীদের তালিকায় রয়েছেন মডেল, বিমান কর্মচারী, শিক্ষার্থী, নারী পুলিশ সদস্য, প্রেমিক-প্রেমিকা এবং বিভিন্ন পেশার শ্রমজীবি মানুষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেকর্ড থেকে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ১৬৯ জন নারী-পুরুষ, কিশোর-কিশোরী, বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, চলতি মাসের গত ১৫ দিনে চমেক হাসপাতালে  ১১ জনের আত্মহত্যার রেকর্ড রয়েছে। আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৭ জন। সর্বশেষ গত ২৪ আগস্ট হাসপাতালে মারা যান আয়শা (২৭) নামে একজন যুবতী। তিনি নগরীর হালিশহর মুরির নগর এলাকার আলী হোসেন টিটুর মেয়ে। গলায় ফাঁসি দিয়ে আয়শা আত্মহত্যা করে।

এর আগের দিন ২৩ আগস্ট নগরীর বায়োজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন মো. সিদ্দিক (৩২)। ২২ আগস্ট সকালে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন মর্জিনা আকতার মুন্নি (৩১)।

১২ আগস্ট নগরীর কাট্টলী এলাকায় নান্টু দে (২৯) নামে এক যুবক বিষ পানে আত্মহত্যা করেন। ১৬ আগস্ট বিষপানে আত্মহত্যা করেন নগরীর ইসলামীয়া কলেজের ছাত্র বিজয় চক্রবর্তী (১৯)। ১০ আগস্ট জেলার ফটিকছড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করেন আবদুর শুক্কুর (৩৫)। ৯ আগস্ট পারিবারিক কলহের জের ধরে নগরীর কোতোয়ালী থানার আসকার দীঘির পশ্চিম পাড়ে নিজ বাসায় আত্মহত্যা করেন মো. খলিল (৩৩)।

এসব আত্মহত্যার ঘটনা ছাড়াও নগরীতে আরও বেশ কয়েকটি আলোচিত আত্মহত্যার ঘটনা ঘটেছে চলতি বছরে। এর মধ্যে রয়েছেন মডেল ও ঢাকাই ছবির আইটেম গার্ল জ্যাকলিন মিথিলা। ৩ ফেব্রুয়ারি ভোরে তিনি চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বারিক বিল্ডিংয়ে নিজ বাসায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এর আগে ২৬ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন নারী সদস্য (কনস্টেবল) পটিয়ার নিজ বাড়িতে আত্মহত্যা করেন । ইশরাত জাহান (২০) নামের এ নারী পুলিশ কি কারণে আত্মহত্যা করেছে এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ ও তার পরিবার।

৬ ফেব্রুয়ারি মহানগরীর পতেঙ্গা বিজয়নগর এলাকায় আত্মহত্যা করেন বিমান বাংলাদেশ এর কর্মচারী জোবায়ের করিম (৩৫)।এসব আত্মহত্যার নেপথ্যে রয়েছে পারিবারিক অশান্তি, পরীক্ষায় অকৃতকার্য, পরকীয়া, প্রেমে ব্যর্থ, মানসিক যন্ত্রণা ও দাম্পত্য সমস্যা।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৮ আগস্ট ২০১৭/রেজাউল/টিপু 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়