ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫ জন গ্রেপ্তার

বিকাশের সার্ভার হ্যাক করে টাকা চুরি!

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ২৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকাশের সার্ভার হ্যাক করে টাকা চুরি!

নিজস্ব প্রতিবেদক: বিকাশের সার্ভার হ্যাক করে টাকা চুরির অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার পুলিশ জানায়। এরা হলেন- খোরশেদ, আবুল হোসেন, আরিফুর রহমান, ইকবাল হাসান ও আবদুল হামিদ।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান জানান, ‘রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা এ পর্যন্ত বিকাশের সার্ভার থেকে ১৩ লাখ টাকা চুরি করেছে।’

পুলিশ জানায়, চক্রটি বিকাশের সার্ভার হ্যাক করে নিজেদের নামে কেনা সিমে বিভিন্ন অংকের টাকা স্থানান্তর করে। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অনেক দিন ধরে কাজ করছে। এই চক্রে কিছু অসাধু বিকাশ এজেন্টও আছে। তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।




রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৭/মাকসুদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়