ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সমুদ্রবন্দরের সংকেত নামানোর নির্দেশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমুদ্রবন্দরের সংকেত নামানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে সাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই, এ জন্য এসব এলাকার সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সর্ম্পকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই।

এ জন্য বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্কতা সংকেত নামাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছিল। এ জন্য দেশের অধিকাংশ স্থানে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। আজ সেই সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৭/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়