ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সমুদ্রবন্দরের সংকেত নামানোর নির্দেশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১১, ১০ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমুদ্রবন্দরের সংকেত নামানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে সাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই, এ জন্য এসব এলাকার সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই।

এ জন্য বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্কতা সংকেত নামাতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৯টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষি-পশ্চিমাঞ্চল এলাকায় (অক্ষাংশ: ২৩ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ: ৮৭ ডিগ্রি পূর্ব) অবস্থান করছিল।

এটি স্থলভাগের ওপর দিয়ে আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৭/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়