ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৮, ৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় হামাসের বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য  জানিয়েছে।

হামাসের ওই সব স্থাপনার মধ্যে একটি অস্ত্র কারখানা ও আরেকটি অস্ত্র গুদাম রয়েছে। শনিবার ভোরে এসব স্থাপনায় হামলা চালানো হয়।

শুক্রবার ইসরায়েলের উদ্দেশ্যে তিনটি রকেট হামলা চালিয়েছিল ইসরায়েল।এর মধ্যে শুক্রবার ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটিকে ধ্বংস করেছে ইসরায়েল, আরেকটি বর্জ্যভূমিতে ধ্বংস হয়েছে এবং আরেকটি এসদিরত এলাকায় বিধ্বস্ত হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এসদিরতে রকেট হামলার জের ধরে শনিবার ভোর থেকেই হামাসের স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ইসরায়েলের বিমানবাহিনীর পাল্টা হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অর্ধশত।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়