ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ২৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৬

হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলে আফগান পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে গোয়েন্দা সদর দপ্তরের পাশে আত্মঘাতী হামলায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কাজের উদ্দেশে কার্যালয়ে যাওয়ার পথে গোয়েন্দা সংস্থার কর্মীদের লক্ষ্য করে হেঁটে গিয়ে নিজের কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান হামলাকারী। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী রয়েছেন, যিনি ওই সময় গাড়ি নিয়ে যাচ্ছিলেন।

বিবিসি ও আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) তাদের নিজস্ব সংবাদ মাধ্যম আমাক নিউজে এ হামলার দায় স্বীকার করেছে।

সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলার সংখ্যা দিন দিন বাড়ছে। অক্টোবর মাসে একটি শিয়া মসজিদে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হন। মে মাসে কাবুলে গ্রিন জোন নামে কূটনৈতিক এলাকায় ভয়াবহ বোমা হামলায় ১৫০ জনের বেশি লোক নিহত হন। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হাতে তালেবান সরকারের পতনের পর এটিই ছিল আফগানিস্তানে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

হামলার পর কাবুলের নিরাপত্তা আরো কঠোর করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছে তারা।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়