ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মিসরের ডু অর ডাই ম্যাচ, জিতলেই শেষ ষোলোয় রাশিয়া

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১১, ১৯ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিসরের ডু অর ডাই ম্যাচ, জিতলেই শেষ ষোলোয় রাশিয়া

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের আয়োজক রাশিয়া আজ মিসরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। মিসরেরও এটি দ্বিতীয় ম্যাচ।

প্রথম ম্যাচে সৌদি আরবকে উড়িয়ে দিয়েছিল রাশিয়া। ৫-০ গোলের জয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছিল আয়োজকরা। এখন পর্যন্ত এটি রাশিয়া বিশ্বকাপে সবথেকে বড় জয়। অন্যদিকে শেষ মুহূর্তে গোল হজম করে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ হারে মিসর। ম্যাচে মোহাম্মদ সালাহকে পায়নি মিসর। আজ রাতে রাশিয়ার বিপক্ষে ম্যাচে ফিরবেন লিভারপুল স্টার। দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

আজ জয় পেলেই রাশিয়ার শেষ ষোলো নিশ্চিত। প্রি-কোয়ার্টার রাউন্ড খেলার সুযোগ হলে এটি হবে রাশিয়ার ফুটবলের অন্যতম সেরা অর্জন। তাদের সাফল্যের পথে বাঁধা হতে পারেন মোহাম্মদ সালাহ। সালাহকে নিয়ে বেশ সতর্ক রাশিয়া। দলটির কোচ স্ট্যানিশলাভ চেয়ারচেশভ বলেছেন,‘আমরা জানি তার বিপক্ষে কিভাবে খেলতে হবে। আমরা সালাহকে আটকাতে প্রস্তুত এবং আমরা পারবোও। ’

 



চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বল নিয়ে কাড়াকাড়ির সময় কাঁধে চোট পান সালাহ। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি ইনজুরির কারণে। ফিট হয়ে গেলেও তাকে নিয়ে ঝুঁকি নেননি কোচ। কিন্তু রাশিয়ার বিপক্ষে তাকে নামতেই হচ্ছে। কারণ ম্যাচটি ডু অর ডাই। আজ হারলেই যে বিশ্বকাপের মিশন শেষ মিসরের। ১৯৯০ সালের পর এই প্রথম আবার বিশ্বকাপে মিসর।

পুরোপুরি ফিট সালাহের হাতেই মিসরের ভাগ্য। বাছাই পর্বে তার অসাধারণ ফুটবলেই বিশ্বকাপে খেলার টিকিট পায় মিসর। শেষ ম্যাচে কঙ্গোকে ২-১ ব্যবধানে হারায় মিসর। ম্যাচের ৯৪ মিনিটে গোল করেন ২৬ বছর বয়সি সালাহ। পাশাপাশি চলতি মৌসুমে দারুণ ফর্মেও আছেন এই তারকা। লিভারপুরের জার্সিতে করেছেন ৪৪ গোল। সালাহ কি পারবেন মিসরকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে?

প্রথমবারের মতো দুই দল আন্তর্জাতিক কোনো ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসিটা কে হাসে সেটাই দেখার।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়