ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গ্রন্থমেলায় শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার

অহ নওরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার

সাংস্কৃতিক প্রতিবেদক : এবারের অমর একুশে গ্রন্থমেলাকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য উপযোগী করে তুলতে হুইল চেয়ারে সেবা প্রদান করছে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। বইমেলায় আগত শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংগঠনটি ১৫টি হুইল চেয়ার প্রদান করেছে। আর এসব হুইল চেয়ারের সঙ্গে সংগঠনটির একজন করে কর্মীও থাকবেন সবসময়ই।

শুক্রবার বিকেল ৩টায় বাংলা একাডেমির প্রবেশপথে এই প্রোগ্রামের উদ্বোধন করেন একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।

সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে পরিচালিত একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন।

সংগঠনটির প্রধান সমন্বয়ক মো বায়েজীদ বলেন, ‘অনেক সময় দেখা যায় শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে অনেকেই পুরো মেলা ঘুরে দেখতে পারেন না। পূর্ণ হয় না তাদের মনের আশা। তাদের কাছে বইকে আরো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। বাংলা একাডেমি যেমন আমাদের স্বাগত জানিয়েছে, আশা করি অন্য সকলের সাহায্যও আমরা পাব।’

তিনি জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সুইচ বাংলাদেশের কর্মীরা এই দায়িত্ব পালন করবেন। বিশেষ দিনে প্রয়োজনে পর্যাপ্ত হুইল চেয়ারের ব্যবস্থা করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৮/অহ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়