ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোচ কামাল বাবু ১ বছর নিষিদ্ধ, ২ লাখ টাকা জরিমানা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোচ কামাল বাবু ১ বছর নিষিদ্ধ, ২ লাখ টাকা জরিমানা

রহমতগঞ্জের কোচ কামাল বাবু

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন স্বাধীনতা কাপে ম্যাচ চলাকালিন মাঠে ঢুকে রেফারির সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু। এ ঘটনায় তাকে ১ বছর নিষিদ্ধ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। পাশাপাশি তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

আজ বুধবার বিকেলে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

৬ ফেব্রুয়ারি ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। সেই ম্যাচে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে রেফারির সঙ্গে দুর্ব্যবহার করেন কামাল বাবু। এরপর অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমা প্রার্থনা করেন। বয়স বিবেচনা করে তাকে ক্ষমা করে দিতে অনুরোধ করেন।

পাশাপাশি বাফুফের কারণ দর্শানোর নোটিশেরও জবাব দেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। নিয়ম মেনে তাকে নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়