ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বইমেলায় ঊর্মির নতুন বই পুরুষনামা প্রকাশিত

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০১, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ঊর্মির নতুন বই পুরুষনামা প্রকাশিত

ডেস্ক রিপোর্ট : এবারের একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক ইশরাত জাহান ঊর্মির নতুন বই ‘পুরুষনামা’।

বইটি প্রকাশ করেছে অন্বয় প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

বইটি সম্পর্কে লেখক ইশরাত জাহান ঊর্মি জানিয়েছেন, নারী বিষয়ক যেকোনো লেখা, যেকোনো ভাবনাই অশ্লীল লাগে অনেকের কাছে। পিরিয়ড অশ্লীল, ব্রার ফিতা অশ্লীল, জরায়ু অশ্লীল, সন্তান জন্মদান অশ্লীল, যৌনতা অশ্লীল-এক কথায় নারীর শরীরই অশ্লীল। পুরুষের মতো এসব শুনে অনেক নারীও মুখে কাপড় দিয়ে লজ্জা ঢাকেন। আপনি নারীবাদ যদি জীবনে চর্চা করেন অথবা মানবতাবাদ-আপনাকে অবিরাম ক্রিটিসাইজ করা হবে। সমাজ সইয়ে সইয়ে, মিষ্টি করে বলে বলে আপনাকে সমাজ পাল্টানোর সবক দেওয়া হবে। ইউরোপের মেয়েদের মতো ঋতুস্রাবের রক্ত পাবলিকলি ছিটিয়ে আপনি বলতে পারবেন না, সি, দিজ ইজ মাই ব্লাড, দিজ ইজ নট আনহোলি (অশ্লীলতার দোষে দুষ্ট হবেন)। বলতে পারবেন না, আমার শরীর বাচ্চা উৎপাদনের যন্ত্র নয় (মানবসৃষ্টি প্রক্রিয়াকে ব্যহত করছেন বলা হবে)। আর এসব বিষমাখা তীর কারা ছুঁড়বে আপনার দিকে? শুধুই নারী? মোটেই না, পুরুষতন্ত্রের তৈরি নারী চেহারার পুরুষেরাও। এসব নিয়ে রচিত গ্রন্থটি।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়