ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বইমেলায় যোবায়ের শাওনের প্রথম কাব্যগ্রন্থ

অহ নওরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় যোবায়ের শাওনের প্রথম কাব্যগ্রন্থ

সাংস্কৃতিক প্রতিবেদক : বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ও সম্পাদক যোবায়ের শাওনের প্রথম কাব্যগ্রন্থ “হেমলক হাতে বসে আছি”।

প্রকাশনা প্রতিষ্ঠান ‘যুক্ত প্রকাশক’ প্রকাশ করেছে বইটি। দাম রাখা হয়েছে ২০০ টাকা। প্রচ্ছদ করেছেন মুহাম্মদ শফিউল ফারুক। বইমেলায় যুক্তর ৩০৬-৩০৭ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

প্রথম বই প্রকাশের বিষয়ে যোবায়ের শাওন বলেন, ‘এটা অবশ্যই আনন্দের যে, এই বইমেলায় আমার একটি কবিতার বই পাওয়া যাচ্ছে।’

বইমেলাকে কেন্দ্র করেই বই প্রকাশ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বইমেলাতে বই প্রকাশ আমাদের দেশে একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি পাণ্ডুলিপি জমা দিয়েছি জুন-জুলাইয়ের দিকে। নভেম্বরের মধ্যেই বই প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রচ্ছদ পেতে অনেক দেরি হয়ে যায়। আর বইমেলা কেন্দ্রিক প্রকাশনার তারিখ রাখা হয় মূলত ব্যবসায়ীক কারণে। আমি বিষয়টি সমর্থন করি কেননা বই প্রকাশের সঙ্গে তাদের অর্থনৈতিক বিষয়-আশয় যুক্ত থাকে।

‘হেমলক হাতে বসে আছি’ কাব্যগ্রন্থে ৫৬টি কবিতা আছে। এগুলো ২০১১ সাল থেকে ২০১৮ সালের মধ্যে লেখা। যোবায়ের শাওন রাজশাহী থেকে প্রকাশিত “অতঃপর শব্দায়ন” নামক একটি লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/অহ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়