ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্রন্থমেলায় মুর্শিদার ‘মুত্যুঞ্জয়ী মৃত্তিকা’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় মুর্শিদার ‘মুত্যুঞ্জয়ী মৃত্তিকা’

বিনোদন ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মুর্শিদা জামানের প্রথম উপন্যাস ‘মুত্যুঞ্জয়ী মৃত্তিকা’। বইটি প্রকাশ করেছে বেহুলা বাংলা।

এ প্রসঙ্গে মুর্শিদা জামান রাইজিংবিডিকে বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, এজন্য আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে। ১৯৭১ সালে ঢাকায় বসবাসরত মানুষজন কীভাবে জীবনযাপন করেছেন সেই বাস্তবতা এই উপন্যাসে তুলে ধরার চেষ্টা করেছি। ভয়াবহ এই যুদ্ধের সময় কোনো না কোনো বাড়িতে কেউ না কেউ মারা গেছেন, কেউ না কেউ যুদ্ধে গেছেন- প্রতিটি মানুষ হাহাকারের মধ্য দিয়ে সময় পার করেছেন। সেই চিত্র এই উপন্যাসে রূপায়ণ করার চেষ্টা করেছি।’

বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। সোহরাওয়ার্দী উদ্যানের ১৭৩-৭৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ১৮০ টাকা।

ঝালকাঠির মেয়ে মুর্শিদা জামান বেড়ে উঠেছেন দক্ষিণ খুলনা শহরে। ২০১৬ সালে একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘অদৃশ্য ছায়ার প্রজাপতি’।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/শান্ত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়