ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্রন্থমেলায় মণীশ রায়ের দুটি বই

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় মণীশ রায়ের দুটি বই

সাহিত্য ডেস্ক : এবারের একুশে গ্রন্থমেলায় বিভাস প্রকাশনী থেকে কথাসাহিত্যিক মণীশ রায়ের দুটো বই প্রকাশিত হয়েছে। দুটিই কথাসাহিত্য। একটির নাম ‘কাজলদিঘি’। এখানে মোট ১৪টি ছোটগল্প রয়েছে। আরেকটি ‘আচানক’।

মুক্তিযুদ্ধ, দেশ ভাগ, সাম্প্রদায়িকতা, প্রেম ও অন্তর্গত কষ্ট নিয়ে একেকটি গল্প এবং তিতাস পাড়ের মন কেমন করা প্রকৃতিকে পটভূমি করে বেদেবহর থেকে হারিয়ে যাওয়া দামাল ঝিনুককে নিয়ে কিশোর উপন্যাস ‘আচানক’। দুটো বইয়েরই প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। ১৫২ পৃষ্ঠার ছোটগল্প কাজলদিঘির মূল্য ২৫০ টাকা। ৯৬ পৃষ্ঠার কিশোর উপন্যাস আচানকের মূল্য ২০০ টকা। গ্রন্থমেলায় বই দুটি পাওয়া যাবে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়