ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মেঘ অদিতির ‘পাখি সিম্ফনি ও ক্যালাইডোস্কোপ’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেঘ অদিতির ‘পাখি সিম্ফনি ও ক্যালাইডোস্কোপ’

সাহিত্য ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি ও গল্পকার মেঘ অদিতির কাব্যগ্রন্থ ‘পাখি সিম্ফনি ও ক্যালাইডোস্কোপ’। এটি প্রকাশ করেছে কলকাতা ভিত্তিক প্রকাশনা ঐহিক প্রকাশনী।

বইটির প্রচ্ছদ এঁকেছেন রাজীব দত্ত। এতে মোট ৪২টি কবিতা আছে। বইটি পাওয়া যাবে সাম্প্রতিক প্রকাশনীতে। স্টল নম্বর ৩৫।

কবিতা ভাবনা সম্পর্কে মেঘ অদিতি বলেন, ‘প্রতিটি কবিতা আসলে একটি সময়কে ধারণ করে। সে সময়ের ভেতর দিয়ে যেতে যেতে লিখতে চেয়েছি সেই অনুভূতি ও যাপনের কথা। শিল্প একেবারেই একক যাপন, সেই যাপিত জীবনে কখনো অন্ধকার কখনো অজস্র আলোর ঝলকগুলোই শব্দে এঁকেছি বললেও খুব ভুল হবে না। এই বইটি সেসব ছবি, অথবা কবিতারই সম্মিলন।’

মেঘ অদিতির জন্ম ৪ মে, জামালপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে মাস্টার্স সম্পন্ন করেছেন। পেশায়  গ্রাফিক ডিজাইনার এবং  ঐহিক বাংলাদেশ-এর সম্পাদক। ২০১৫ সালে ঐহিক থেকে মৈত্রী সম্মাননা লাভ করেন মেঘ অদিতি।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৮/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়