ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘বীজপুরুষ’ : সাদাসিধে আখরে অন্তর্গত আশ্রয়

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বীজপুরুষ’ : সাদাসিধে আখরে অন্তর্গত আশ্রয়

ডেস্ক রিপোর্ট : নিত্যদিনের ‘আমি’ যেন ঠিক আমি নই। নিয়ত বদলে যাওয়া যাপন আর চেতনায় মিলেমিশে এই আমির ক্রমশ পালটে যাওয়া। বদলে যেতে থাকা চেহারাকে ধরতে পারার প্রয়াসে ইশরাত তানিয়ার সৃজন জার্নি। বাস্তবতা আর অধিবাস্তবতার ভারসাম্যে জীবনকে দেখে নেওয়া। ‘বীজপুরুষ’ গল্পগ্রন্থে ‘গল্পহীনতা’র গল্প নেই। আছে পৃথিবীর সুবিশাল হাঁ-মুখের ভেতর শূন্যতার উপলব্ধি।

ইশরাত তানিয়া কখনো জলজ ঘ্রাণকে দৃশ্য করে তুলছে। সে গন্ধে অন্ধ হয়ে যেতে হয়। কখনো প্রতিস্থাপনা করছে, টিভি’র ব্যর্থতার রাত অনুষ্ঠানের সাথে শরীরের নিষ্ক্রান্তিকে। তার গল্পে আছে ভূ-রাজনৈতিক বহুরৈখিক শক্তির উত্থান, স্খলন এবং পরিণতি। যা সময়ের নিরপেক্ষ চিত্রায়ন। চরিত্রগুলো আনমনা হয়ে থাকে। সমকালীন জীবনের বাস্তবতায় দাঁড়িয়ে উঁকি দেয় পরাবাস্তব ঘোরে। কিছুটা যেন অসহায়, অপারগ।

তানিয়ার গল্পের জগত আলাদা। চেনা ছকের বাইরের গল্প বার বার কাঠামোর গরল ভাঙিয়ে অমৃতের খোঁজে কিছু গড়ে তুলছে। শৈল্পিক নতুনত্বে অনপনেয় ষোলটি গল্পগুলো আলোর পিন ফুটিয়ে দেয় বহুদূরে ধোঁয়াটে নীল অন্ধকারে। বাইরে তখন জীবন নয়তো কুয়াশা, ভেতরে আলোর অপরূপ অনুচ্চারিত অন্বেষণ। দূরে ঘণ্টা বাজছে। নতুন এক যুগসন্ধির স্থিতধী অনুসন্ধান।

গল্প তৈরি হয়। গল্পের শরীরে মিশে থাকে ইতিহাস, সমাজবীক্ষণ, ফ্যান্টাসি, লোককথা, মনোসমীক্ষণ, সম্পর্ক, একাকীত্ব কিংবা যৌথতা।  আখ্যানে-নির্মাণে ‘বীজপুরুষ’ এর প্রতিটি গল্প স্বতন্ত্র, বহুবর্ণী। পাঠক হাত ধরুন।

‘বীজপুরুষ’ গল্পগ্রন্থটি প্রকাশ করেছে দেশ প্রকাশনা। পৃষ্ঠা সংখ্যা ১২৮। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। বইটরি দাম রাখা হয়েছে ২৪০ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়